ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
ইতালিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২০

ঢাকা: ইতালিতে শক্তিশ‍ালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১২০ জন হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৬৮ জন।

হতাহতের এ খবর গণমাধ্যমকে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি।

এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আরও অনেকেই। নিখোঁজ রয়েছেন বেশ কিছু মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) স্থানীয় সময় দিনগত রাত সাড়ে ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরপরই উদ্ধ‍ার তৎপরতা শুরু করেছেন স্থানীয় উদ্ধারকর্মীরা।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির পেরুগিয়া শহর থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে, আমেত্রিকার আমব্রেইন শহরের মেয়র সারজিও পেরোজি জানান, ভূমিকম্পে বেশ কিছু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এই ভূমিকম্পে রোম শহরসহ বিভিন্ন এলাকার অনেক ভবন ২০ সেকেন্ডের মতো কাঁপতে থাকে বলে খবরে বলা হয়।

এর আগে ২০১২ সালে দেশটির ইমিলিয়া রোমাংনো অঞ্চলে দু’টি ভূমিকম্পের অন্তত ২৩ জন নিহত হন। ওই ঘটনায় বাস্তুহারা হয়েছিলেন প্রায় ১৪ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এসআর

** ইতালিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত বেড়ে ৭৩

** ছবিতে ভূমিকম্পে ইতালির ধ্বংসযজ্ঞ 

** ইতালিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৬
** শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইতালি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।