ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা আরো বেড়ে ১৫৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
ইতালিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা আরো বেড়ে ১৫৯ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইতালিতে আঘান হানা শক্তিশ‍ালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে দেশটিকে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে।

আহত রয়েছেন ৩৬৮ জন।

হতাহতের এ খবর জানিয়েছেন দেশটির সামাজিক নিরাপত্তা বিভাগ।

নিহতদের মধ্যে ঐতিহাসিক শহর আমেত্রিকেই রয়েছে ৮৬ জন। ভূমিকম্পে শহরটির তিন-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন শহরের মেয়র।

তবে ধ্বংসস্তুপের নিচে অনেকেই এখনো বেঁচে রয়েছেন বলেও তিনি জানান।

এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে। জীবিতদের উদ্ধারে প্রয়োজনে রাতভর উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ আগস্ট) স্থানীয় সময় দিনগত রাত সাড়ে ৩টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে,  দেশটির পেরুগিয়া শহর থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে ২০১২ সালে দেশটির ইমিলিয়া রোমাংনো অঞ্চলে দু’টি ভূমিকম্পের অন্তত ২৩ জন নিহত হন। ওই ঘটনায় বাস্তুহারা হয়েছিলেন প্রায় ১৪ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এসআর

**
ইতালিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২০
** ইতালিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত বেড়ে ৭৩

** ছবিতে ভূমিকম্পে ইতালির ধ্বংসযজ্ঞ 
** ইতালিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৬
** শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইতালি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।