ঢাকা: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্ক প্রদেশে এক বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৪ জন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রদেশটির খুলম জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
বাল্ক প্রদেশের আব্দুল রাজ্জাক কাদেরি নামে এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাস্থলে একটি ব্যাগে থাকা বিস্ফোরকের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। কিন্তু কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে আসাদুল্লাহ শারিফি নামে দেশটির পার্লামেন্টের এক সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হতে পারে। বিস্ফোরণের পর তাৎক্ষণিকভঅবে তার অবস্থা সম্পর্কে জানা যায়নি।
এদিকে, দেশটির রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে হামলার কয়েক ঘণ্টা পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে অন্তত সাতজন নিহত এবং আহত হয়েছেন আরও ৩০ জন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
আরএইচএস/টিআই