ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লুসিয়ানায় ছোট প্লেন বিধ্বস্ত, নিখোঁজ ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
 লুসিয়ানায় ছোট প্লেন বিধ্বস্ত, নিখোঁজ ২

ঢাকা: যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলেনস লেকফ্রন্ট বিমানবন্দরের পাশে একটি লেকে ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন, একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৭ আগস্ট) রাতে লেক পন্টচারট্রেইনে এ ঘটনা ঘটে বলে রোববার (২৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়। তবে প্রাথমিকভাবে প্লেন বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর দেশটির কোস্টগার্ড ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে।

দেশটির কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেনিং ফ্লাইটের ওই প্লেনটি বিধ্বস্ত হয়েছে। তবে এ বিষয়ে এই মুহূর্তে বিস্তারিতি জানানো সম্ভব হচ্ছে না।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিকে নিউ অরলেস হাসপাপতালে পাঠানো হয়েছে। তার অবস্থা সম্পর্কেও কেউ কিছু বলতে পারেননি।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।