ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় দুই দিনে বিমান হামলায় নিহত ৯০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
সিরিয়ায় দুই দিনে বিমান হামলায় নিহত ৯০

ঢাকা: যদ্ধবিধ্বস্ত সিরিয়ার ইদিলিব ও আলেপ্পোতে বিমান হামলায় দুই দিনে নারী এবং শিশুসহ ৯০ জন নিহত হয়েছেন।

শনি ও রোববার এই দু’দিনে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জন পৌঁছেছে বলে ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া নতুন করে শুক্রবার সিরিয়ায় যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়ার পরপরই এমন ঘটনা ঘটলো।  ফলে সিরিয়ার যুদ্ধ বিরতির বিষয়টি অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

সংস্থাটি জানায়, ইদিলিবে একটি বাজারকে লক্ষ্য করে প্লেন হামলা চালানো হয়।  এতে ১৩ শিশু ও ১৩ নারী নিহত হয়েছেন।  অপরদিকে, আলেপ্পোতে একই ধরনে হামলা চালানো হয়।  সব মিলিয়ে নিহত সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।