ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।
বাংলাদেশ সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা এবং ২টা ২২ মিনিটে এই দুটি ভূকম্পন অনুভূত হয়।
এর আগে সকালে ৫ দশমিক ৫ মাত্রার কম্পন হয়েছে দেশটিতে। এছাড়াও দুপুরে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এসব ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও জারি হয়নি।
তবে বারে বারে এমন ভূকম্পে আতঙ্ক বাড়ছে।
২০০৪ সালের ২৬ মার্চ দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্প ও পরে সুনামি হয়। ৯ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে দুই লাখ ২৭ হাজার ৯০০ জন নিহত হন। অনেক মৃতদেহই উদ্ধার করা সম্ভব হয়নি। ইন্দোনেশিয়ার মৎস্য শিল্প ও কারখানার প্রায় ৬০ শতাংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই সুনামিতে।
বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
আইএ