ঢাকা: ভারত শাসিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ১৭ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে হামলার সূত্রপাত। এরপর বেলা ১২টার দিকে নিহতের খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়, ভারত-পাকিস্তানের সীমানারেখা লাইন অব কন্ট্রোলের পাশে হামলার ঘটনাটি ঘটে। সন্ত্রাসীরা ঘাঁটির সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে অর্তকিত হামলা চালায়।
এদিকে, এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র ও রাশিয়া সফর বাতিল করেছেন। ডেকেছেন জরুরি বৈঠক।
সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটির সেনাবাহিনী প্রধান দালবির সিং সুহাগ কাশ্মীর যাবেন। বর্তমানে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
উদ্ধার কাজে ১৯ ডিভিশনাল হেডকোর্য়াটার থেকে তিনটি চপার প্লেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সার্বক্ষণিক খোঁজ খবব নিতে ঊর্ধ্বতনদের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬/আপডেট: ১২০৮ ঘণ্টা
জেডএস/টিআই