ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে টাইফুন ‘মালাকাস’র আঘাত, বন্যা-ভূমিধসের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
জাপানে টাইফুন ‘মালাকাস’র আঘাত, বন্যা-ভূমিধসের আশঙ্কা

ঢাকা: জাপানের দক্ষিণাঞ্চলে ঘণ্টায় ১১৫ মাইল বেগে আঘাত হেনেছে টাইফুন ‘মালাকাস’। এতে ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে দক্ষিণাঞ্চীয় কাগোসিমা প্রিফেকচারের কাইশু দ্বীপে টাইফুনটি আঘাত হানে।  

ভূমিধসের আশঙ্কায় দেশটির কোবি শহর থেকে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরে যেতে বলেছে জাপানিজ মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ)।

টাইফুনটি মঙ্গলবার কায়ুশু, পরবর্তীতে শিকোকুসহ দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।  

এর প্রভাবে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে মিয়াজাকি প্রিফেকচারের তাকানাবে ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ‘মালাকাস’ দুর্বল হয়ে টোকিও অতিক্রম করবে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।