ঢাকা: কলকাতায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমাতঙ্কের খবরে বোর্ডিং বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফ্লাইটিতে বর্তমানে তল্লাশি চালানো হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি চেক-ইন কাউন্টারে ফোন রিসিভ করলে ওই প্রান্ত থেকে এক নারী কণ্ঠে জানানো হয়, গৌহাটিগামী প্লেনে বোমা রয়েছে। ফ্লাইটটি উড্ডয়নের শিডিউলের ঠিক আগ মুহূর্তের ওই ফোন কলে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এমন ফোন পেয়ে দ্রুত উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। উপস্থিত হয়ে ১১৪ যাত্রীর বোর্ডিং বন্ধ রেখে বোম্ব সনাক্তকরণ ও নিস্ক্রিয়করণ টিম শুরু করে তল্লাশি।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ফোন কলটি রিসিভ করেন কাউন্টারে নিয়োজিত কর্মী।
তবে এ বিষয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, এ বিষয়ে নিশ্চিত হওয়ার পরই ফ্লাইটটি ছাড়া হবে।
এদিকে ওই ফোন কলের সূত্র অনুসন্ধানে তদন্তে নেমেছে বিধাননগর পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ফ্লাইটে কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬/আপডেট: ১২৫৫ ঘণ্টা
জেডএস