ঢাকা: তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত ইসরায়েলের দূতাবাসের কাছে গুলির ঘটনা ঘটেছে। এসময় দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত কর্মীর গুলিতে একজন আহত হয়েছেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গুলিবিদ্ধ ওই ব্যক্তি হামলার উদ্দেশে দূতাবাসের এগিয়ে আসার সময় এক নিরাপত্তাকর্মী তাকে লক্ষ্য করে গুলি করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আরএইচএস