ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবিতে ৪২ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
মিশর উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবিতে ৪২ মরদেহ উদ্ধার

ঢাকা: ভূমধ্যসাগরের মিশর উপকূলে ছয় শতাধিক শরণার্থী নিয়ে নৌকাডুবির ঘটনায় ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে অন্তত দেড়শ’ শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভূমধ্যসাগরের তীরবর্তী আলেক্সজান্দ্রিয়ার রোসেতা নগরীর উপকূলে নৌকাডুবির এ দুর্ঘটনা ঘটে।  

এর আগে প্রাথমিক পাঁচ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ওই শরণার্থীরা ‘অবৈধভাবে’ অনুপ্রবেশের চেষ্টা করেন বলে উল্লেখ করেছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।