ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নৌকাডুবির ঘটনায় মিশর উপকূলে ১১৫ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
নৌকাডুবির ঘটনায় মিশর উপকূলে ১১৫ মরদেহ উদ্ধার

ঢাকা: ভূমধ্যসাগরের মিশর উপকূলে ছয় শতাধিক শরণার্থী নিয়ে নৌকাডুবির ঘটনায় ১১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির বেহেইরা প্রদেশের গভর্নর মোহাম্মদ সুলতানের বরাত দিয়ে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক সংবামমাধ্যমগুলো এ তথ্য জানায়।

দেশটির সরকারী এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নৌকাডুবির ঘটনার তিনদিনে শতাধিক শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েক ডজন মানুষ ভয়েই প্রাণ হারিয়েছেন।

গত বুধবার (২১ সেপ্টেম্বর) দেশটির নাইল ডেল্টা বন্দর থেকে ১২ কিলোমিটার দূরে শরণার্থীবাহী নৌকা ডুবির ঘটনাটি ঘটে। এরআগে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৪২ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ওই শরণার্থীরা ‘অবৈধভাবে’ অনুপ্রবেশের চেষ্টা করেন বলে উল্লেখ করেছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

** মিশর উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবিতে ৪২ মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।