ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে (পূর্ব ও পশ্চিমে) আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় হাসপাতাল ও পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
পূর্ব নিউ বাগদাদের জাদিদা বাণিজ্যক এলাকায় ৯ জন ও পশ্চিম বাগদাদে ৮ জন এ হামলা নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ বলছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তাদের ওয়েবসাইটে এ হামলার দায় স্বীকার করেছেন।
একটি কট্টরপন্থি গ্রুপ জুলাই মাসে বাগদাদের ক্যারোডা শপিং এলাকায় ট্রাক বোমা হামলা চালালে ৩২৪ জন নিহত হন। মার্কিন আগ্রাসনে ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পরে ইরাকে এটিই ছিলো সবচেয়ে বড় আক্রমণ।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
ওএইচ/এসএইচ