ঢাকা: ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের মাউন্ট বারুজারির অগ্ন্যুৎপাতে হাজারের বেশি পর্যটককে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ওই এলাকার আশেপাশে অবস্থান করা কয়েকশ’ পর্যটককে সরিয়ে নিতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
মাউন্ট রিঞ্জানি’র পাশে অবস্থিত হওয়ায় ‘ চাইল্ড অব রিঞ্জানি’ নামে পরিচিত আগ্নেয়গিরিটিতে স্থানীয় সময় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এর ধোঁয়া সাড়ে ৬ হাজার ফুট পর্যন্ত ওপরে উঠে যায়। ফলে লম্বক ও পাশ্ববর্তী বালি বিমানবন্দরে ফ্লাইট অবতরণে বিঘ্ন ঘটে।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা সুতোপো পুরো নুগরাহো বলেন, গত রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে সর্বশেষ চারশ’ বিদেশি ও স্থানীয় পর্যটক পবর্তটি আরোহণের জন্য নাম নিবন্ধন করেন। আমরা এখনও ৩৮৯ জন পর্যটককে খুঁজছি, যার মধ্যে অধিকাংশই বিদেশি।
অগ্ন্যুৎপাতের ফলে লম্বক থেকে ১৩৫ কিলোমিটার দূরে বালি’র নুরা রাই আন্তর্জাতিক বিমানবন্দর ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশের সেলাপানাং বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে।
ইন্দোনেশিয়ায় সচল ১৩০টি আগ্নেয়গিরির মধ্যে একটি ‘রিঞ্জানি’।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
জেডএস