ঢাকা: জাপানের ইয়োকোহামায় একটি হাসপাতালে খাদ্য বিষক্রিয়াসহ বিভিন্ন ঘটনায় তিনমাসে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। যা রেকর্ড মাত্রায় মৃত্যুর ঘটনা বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালটির বরাত দিয়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।
খবরে বলা হয়, ওই হাসপাতালে চলতি মাসেও খাদ্য বিষক্রিয়ায় দুইজনের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর মধ্যদিয়ে গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালটির একই ফ্লোরে ৪৮ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।
খাদ্য বিষক্রিয়া, হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ এবং অসুস্থ হয়ে এসব মানুষের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ বা হাসপাতালজনিত সংক্রমণের ঘটনায় মৃত্যুর বিষয়টি স্বীকার করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
বিষয়টি তদন্ত করবে পুলিশ। তবে অনেক মৃতদেহ পুড়িয়ে ফেলার কারণে তাদের মৃত্যুর সুনিদির্ষ্ট কারণ নির্ণয় করা সম্ভব হবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
টিআই