ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থন দিলো ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থন দিলো ইইউ

ঢাকা: জলবায়ু পরিবর্তনে করণীয় বিষয়ে ঐতিহাসিক প্যারিস চুক্তি অনুসমর্থন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নের বেলজিয়ামের ব্রাসেলসে ইনভায়রনমেন্ট কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ইইউ’র নীতিনির্ধারকরা।

সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করা হবে। আর বিষয়টি পাস হয়ে গেলে ইইউ তাদের চুক্তি অনুসমর্থনের নথি জমা দিতে সক্ষম হবে।

ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লোদ ইয়ুংকার বলেন, আমরা পরবর্তী প্রজন্মের কাছে আরও স্থিতিশীল, একটি স্বাস্থ্যসম্মত এবং আরও সমৃদ্ধ অর্থনীতির পৃথিবী দিতে যাচ্ছি। এটি স্বপ্ন নয়। এটিই বাস্তব এবং আমরা এর দ্বারপ্রান্তে।

ইইউ’র তালিকাভুক্ত সদস্যদের ঐক্য ও সংহতির কারণে এ ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

বিশ্বে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী অন্তত ৫৫টি দেশ অনুসমর্থন করলে এই চুক্তি কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।