ঢাকা: চুক্তির নির্ধারিত সময়ের আগেই ফ্রান্স থেকে রাফাল যুদ্ধ বিমান পাবে ভারত, এমনটাই জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, চুক্তির সময় অনুযায়ী ৩৬ মাস পর প্রথম রাফাল পাওয়ার কথা ছিল।
গত ২৩ সেপ্টেম্বর ফ্রান্স থেকে প্রায় ৫৯ হাজার কোটি রুপিতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যাঁ ভেস লা ড্রিয়ান দিল্লিতে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তির দিন থেকে পরবর্তী ৬৬ মাসের মধ্যে বিমানগুলো সরবরাহ করা হবে।
বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য প্রথমে রাফালের মতো ১২৬টি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করে ভারত। শেষ পর্যন্ত ৩৬টি রাফাল কেনার সিদ্ধান্ত হয়। প্রতিটি বিমান কিনতে খরচ পড়ছে ১৬৪০ কোটি রুপি।
প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, সামরিক বাহিনীর আধুনিকায়নে এবং খরচ কমাতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ১২ সদস্যের গঠিত কমিটি তাদের পরামর্শ জমা দেবে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
জেডএস