ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে দুই দিনে ১০ হাজার অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
লিবিয়া উপকূলে দুই দিনে ১০ হাজার অভিবাসী উদ্ধার

ঢাকা: গত দুই দিনে লিবিয়ার উপকূল থেকে ১০ হাজারের বেশি জীবিত অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড।

বুধবার (০৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ইতালি কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (০৪ অক্টোবর) লিবিয়ার উপকূলে ৩০টিরও বেশি অভিযান চালায়  ইতালিয়ান কোস্টগার্ডের সদস্যরা। এসময় তারা ৪হাজার ৬৫৫জনকে জীবিত এবং ২৮ জনের মরদেহ উদ্ধার করে। এর আগে সোমবার (০৩ অক্টোবর) ৩৯টি নৌকা থেকে ৬ হাজার অভিবাসী উদ্ধার করে তারা।

এক জরিপে দেখা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১লাখ ৪২ হাজার অভিবাসী ইতালি পৌঁছেছেন। এছাড়া এ পর্যন্ত নৌকা ডুবিতে মারা গেছেন ৩ হাজারেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
আরএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।