ঢাকা: যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন অর্থনীতিবিদ অলিভার হার্ট ও বেংট হোলস্টর্ম। যুক্তরাজ্যে জন্ম নেয়া অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
সোমবার ( অক্টোবর ১০) নোবেল পুরস্কার মনোনয়ন কমিটি দি রয়েল সুইডিশ একাডেমি অব সাইন্স এই দুই অর্থনীতিবিদকে ‘সেভেরিগেস রিকসবাংক প্রাইজ ইন ইকোনোমিক সাইন্স’স ইন মেমোরি অব আলফ্রেড নোবেল ২০১৬’ পুরস্কারের জন্য মনোনীত করে।
এই পুরস্কারে ভূষিত করার পাশাপাশি তাদের দুইজনকে ৮০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা) প্রদান করবে নোবেল কমিটি।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
আরআই