ঢাকা: মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে ‘কাতার এয়ারওয়েজ’র একটি যাত্রীবাহী প্লেন পৌঁছুলো ইন্দোনেশিয়ায়। প্লেনের ভেতর এবং টয়লেট পরিস্কারে কাজে লেগে গেলো পরিচ্ছন্নতা কর্মীরা।
তারা দেখতে পেল টয়লেটের ভেতর টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে সদ্যজাত এক মৃত শিশুকে।
সম্প্রতি এমনটিই ঘটেছে ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমানবন্দরটির মুখপাত্র এন্দাং সুত্রিসনা নামে কর্মকর্তা জানান, শিশুটির বয়স আনুমানিক পাঁচ থেকে সাত মাস। শিশুটির মরদেহ টিস্যু পেপার দিয়ে মোড়ানো ছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় এক ইন্দোনেশিয়ান নারী যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, যদি হাসপাতাল কর্তৃপক্ষ বলে ওই নারী জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত, তাহলে তাকে বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ওই নারী যাত্রী গৃহকর্মী হিসেবে কাতারে কাজ করতেন বলেও জানান সুত্রিসনা।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আরএইচএস