ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ নিহত হয়েছেন অন্তত ১৪ জন।
স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে এ হামলার ঘটনা ঘটে।
বুধবার (১২ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
তিনি জানান, আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারী হামলাকারী।
এদিকে অপর একটি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারী পুলিশের পোশাক পরে ওই স্থানে হামলা চালায়। এ সময় তার শরীরে আত্মঘাতী বিস্ফোরক বাধা ছিল।
এ ঘটনায় কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনার পরপরই ঘটনাস্থল ও এর আশপাশ এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন।
বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
আরএইচএস