ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাড়ে তিন লাখ গাড়ি তলব টয়োটার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
সাড়ে তিন লাখ গাড়ি তলব টয়োটার

ঢাকা: পার্কিং ব্রেক সমস্যায় বিশ্বব্যাপী প্রায় সাড়ে তিন লাখ গাড়ি তলব করেছে জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।  

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, প্রতিষ্ঠানটির ‘প্রাইয়াস গ্যাসোলিন হাইব্রিড’ মডেলের গাড়িতে পার্কিং ব্রেক জটিলতা দেখা দেওয়ায় জাপানসহ বিশ্বব্যাপী তিন লাখ ৪০ হাজার গাড়িকে তলব করা হয়েছে।

 

অক্টোবর ২০১৫ থেকে অক্টোবর ২০১৬ মেয়াদে গাড়িগুলো উৎপাদন করা হয়েছে বলে জানিয়েছে টয়োটা। তলব করা গাড়িগুলোর মধ্যে জাপানের বাজার ছাড়াও উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন অঞ্চল অন্তুর্ভুক্ত।

তবে এ সংক্রান্ত জটিলতায় এখন পর্যন্ত জাপানে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।