ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের মাইদুগুরি এলাকায় গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এতে কোনো আহত বা নিহতের খবর জানা না গেলেও হতাহতের আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির ন্যাশনাল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’র (নেমা) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে দেশটির উদ্ধার কর্মীরা।
এ হামলার ঘটনায় দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী। তবে বোকো হারামাএর জঙ্গিরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
আরএইচএস