ঢাকা: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় বড় শহর মসুল পুনরুদ্ধারে অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) ভোর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
তবে অভিযানে সেখানে অবস্থানে থাকা তুরস্কের সেনারা অংশ নেয়নি বলে জানিয়েছে, তুরস্কের প্রধানমন্ত্রী কার্যালয়।
রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার দূরের শহর মসুল। যা নিজেদের বৃহৎ ঘাঁটি হিসেবে ব্যবহার করছে জঙ্গিগোষ্ঠী আইএস। ২০১৪ সালে এই শহর থেকেই আইএস নেতা আবু বকর বাগদাদি ইরাক ও সিরিয়ার দখল করা এলাকায় খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
আইএ