ঢাকা: আফগানিস্তানের ঘোর প্রদেশে অপহরণের একদিন পর ৩০ বেসামরিক লোককে হত্যা করেছে তালেবান বিদ্রোহীরা।
বুধবার (২৬ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
প্রদেশটির গভর্নর মোহাম্মদ নাসির খাজ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার মাঠে কৃষকরা কাজ করার সময় তাদের অপহরণ করে তালেবান বিদ্রোহীরা। এ সময় বিদ্রোহীদের ঠেকাতে স্থানীয় লোকজনের পাশাপাশি অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে বিদ্রোহীদের কমান্ডার মোল্লা ফারুক এবং তার পুত্র নিহত হন।
বিদ্রোহীদের কমান্ডার হত্যার বদলা নিতে ওইদিন রাতেই অপহৃত সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএইচএস/টিআই