ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কুকুরের কামড়ে বৃদ্ধের মৃত্যু, অতঃপর ৩০ কুকুরকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
কুকুরের কামড়ে বৃদ্ধের মৃত্যু, অতঃপর ৩০ কুকুরকে হত্যা

ঢাকা: ভারতের কেরালা অঙ্গরাজ্যে ৯০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে কুকুরের কামড়ে। আর এ ঘটনার একদিন পর প্রায় ৩০টি নেড়ি কুকুর হত্যা করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে নেড়ি কুকুরগুলো হত্যা করা হয় বলে শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়।

নেড়ি কুকুর নিশ্চিহ্ন গ্রুপের প্রধান জোসে মাভিলি নামে একজন জানান, কেরালার ভারকালা শহরে গিয়ে স্থানীয় সঙ্গে নিয়ে কুকুরগুলোকে হত্যা করা হয়েছে। কুকুরের যন্ত্রণায় স্থানীয়রা ত্যক্ত-বিরক্ত ও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। ফলে তার আহ্বানে সবাই সাড়া দিয়ে কুকুর নিধনে অংশ নেন।

এ ঘটনায় স্থানীয় পুলিশ কুকুর হত্যাকারীদের বিরুদ্ধে মামল‍া ফাইলবন্দি করেছে। পুলিশ তাদের গ্রেফতার করতে গেলে স্থানীয়দের প্রতিবাদের মুখে কাউকে গ্রেফতার করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।