ঢাকা: সাহিত্যে নোবেল প্রাপ্তির বিষয়ে অবশেষে নিরবতা ভেঙে মুখ খুলেছেন মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, নোবেল প্রাপ্তির বিষয়টি তাকে ‘বাকরুদ্ধ’ করে দিয়েছিলো।
শনিবার (২৯ অক্টোবর) এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সুইডিশ একাডেমি জানিয়েছে, ডিলানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নোবেল প্রাপ্তির ঘটনায় ‘বাকরুদ্ধ’ হয়ে গিয়েছিলেন বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন।
টেলিফোনে সুইডিশ একাডেমিকে তিনি বলেন, ‘নোবেল প্রাপ্তির খবর আমাকে বাকরুদ্ধ করে দিয়েছিলো। আমি নিজেকে সম্মানিত বোধ করছি। ’
তবে ডিসেম্বরে সুইডেনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে। অবশ্য এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
আগামী ১০ ডিসেম্বর সুইডেনে নোবেল জয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন দেশটির রাজা কার্ল গুস্তাফ।
সাহিত্যে নোবেলের জন্য গত ১৩ অক্টোবর তার নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার এ নোবেল অর্জন নিয়ে প্রশ্ন উঠে। একজন গীতিকার ও কণ্ঠশিল্পী কীভাবে সাহিত্যে নোবেল পুরস্কার পান, এমন ইস্যুতে বেশ সর-গরম হয়ে উঠে বিশ্বসাহিত্য ও সংস্কৃতি অঙ্গন।
এমন পরিস্থিতিতে বব ডিলান নিশ্চুপ ছিলেন। এবার সব নিরবতা ভেঙে তার অভিব্যক্তি প্রকাশ করলেন।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আরএইচএস/টিআই