ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
পাকিস্তানে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৬

ঢাকা: পাকিস্তানে একটি শিপব্রেকিং ইয়ার্ডে কয়েক দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিক ৬ জনের প্রাণহানি ও অন্তত ৫০ জন আহতের খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

 

মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে গাদানি শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।  

দেশটির সংবাদমাধ্যম ‍জানায়, পরিত্যক্ত একটি তেলের ট্যাঙ্কারে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। ওই সময় ট্যাঙ্কারটিতে অন্তত একশ’ শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন ট্যাঙ্কারটির মধ্যে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাণ বাঁচাতে অনেকে সমুদ্রেও ঝাঁপ দিয়েছেন।

ওয়েল্ডিংয়ের কাজ করার সময় ট্যাঙ্কারটিতে অন্তত আটটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আরও বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে। কিছু সংখ্যক উদ্ধারকর্মী ত‍ৎপরতা শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।