ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে ২১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে ২১ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুর সীমান্তবর্তী ইন্দোনেশিয়ার বাটামে একটি অভিবাসী শ্রমিকবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ৩৮ জনকে জীবিত ও ২১ জনকে মৃত উদ্ধার করা হয়েছে।

এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৩৪ জন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার (০২ নভেম্বর) সকালে নৌকা ডুবির ঘটনাটি ঘটে। এ সময় ওই নৌকাতে ৯৩ জন অভিবাসী শ্রমিক ছিলেন। তারা মালয়েশিয়ার জোহর বাহরু থেকে আসার পথে নৌকা ডুবির কবলে পড়েন।

হরিয়ান্ত নামে এক শ্রমিক জানান, তারা জোহর বাহরুর সেলিং থেকে মঙ্গলবার (০১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রওয়ানা দেন। এ সময় শক্তিশালী ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।

এদিকে, ঘটনাস্থল ও এর আশপাশে অভিযান অব্যাহত রেখেছেন দেশটির উদ্ধার কর্মীরা।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।