ঢাকা: আফগানিস্তানের হেলম্যান্ড প্রদেশের দক্ষিণাঞ্চলে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে এক সাংবাদিক নিহত হয়েছেন।
শুক্রবার (০৪ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
নিহত সাংবাদিকের নাম জাহির। তিনি দেশটির ‘আরিনা নিউজ’ নামে একটি টেলিভিশনে কাজ করতেন।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী জানায়, সংবাদ সংগ্রহের জন্য অন্য সাংবাদিকদের সঙ্গে জহির ‘লস্কর ঘা’ নামে একটি এলাকায় যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা বোমা বিস্ফোরণের তার মৃত্যু হয়।
এদিকে, এক টুইটার বার্তায় জাহিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ওই টেলিভিশন মাধ্যম।
দেশটিতে রাস্তার পাশে রাখা বোমা কিংবা পুঁতে রাখা বোমার বিস্ফোরণে প্রায়ই নিহতের ঘটনা ঘটে। চলতি বছর এমন সব ঘটনায় অন্তত ১১ সাংবাদিক নিহত হন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরএইচএস/টিআই