ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হামলার বার্ষিকীতে সঙ্গীত দিয়েই খুলছে প্যারিসের বাতাক্লঁ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
হামলার বার্ষিকীতে সঙ্গীত দিয়েই খুলছে প্যারিসের বাতাক্লঁ

ঢাকা: ২০১৫ সালের ১৩ নভেম্বর। দিনটিকে বিবেচনা করা হয় ফ্রান্সের ইতিহাসের অন্যতম বেদনাবিধুর ঘটনার সাক্ষী হিসেবে।

তিন আত্মঘাতী আইএস সদস্য এদিন সমন্বিত হামলা চালায় ফ্রান্সের রাজধানী প্যারিসে। তাদের হামলায় প্রাণ হারান ১৩০ জন মানুষ। তবে সবচেয়ে বেশি প্রাণহানি হয় প্যারিসের বাতাক্লঁ কনসার্ট সেন্টারে। সশস্ত্র জঙ্গিদের হামলায় বাতাক্লঁ’তেই প্রাণ হারিয়েছিলেন ৯০জন।

তবে হামলার বর্ষপূর্তি সামনে রেখে ফের কনসার্টের জন্য খুলে দেয়া হচ্ছে প্যারিসের বাতাক্লঁ কনসার্ট ভেন্যুকে। ১২ নভেম্বর সেখানে সঙ্গীত পরিবেশন করবেন ব্রিটিশ গায়ক স্টিং।

গত বছরের ১৩ নভেম্বর প্যারিসের বাতাক্লঁতে যখন হামলা চালানো হয় তখন সেখানে কনসার্টে সঙ্গীত পরিবেশন করছিলো মার্কিন রক ব্যান্ড ইগলস অব ডেথ মেটাল।

জঙ্গিদের হামলায় রক ব্যান্ডটির সদস্যরা প্রাণে বেঁচে গেলেও বাঁচতে পারেননি ৯০ জন সঙ্গীত পিপাসু।
 
স্টিংয়ের পরিবেশনার মধ্য দিয়েই ফের খুলে দেয়া হচ্ছে বাতাক্লঁর কনসার্ট ভেন্যুকে। এর মধ্য দিয়ে ফের সঙ্গীতপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠবে বাতাক্লঁ।

স্টিং এর পর আগামী ১৬ ও ১৭ নভেম্বর সঙ্গীত পরিবেশন করবেন পিটার দোহার্টি ও সেনেগালের সঙ্গীত তারকা ইউসু ডি নুর।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।