ঢাকা: তুরস্কে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দেশটির নয় সাংবাদিককে আটকের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।
শনিবার (৫ নভেম্বর) দেশটির আদালত এ নির্দেশ দেন বলে জানিয়েছে স্থানীয় বেশকয়েকটি সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমগুলো জানায়, দেশটির জনপ্রিয় এবং পুরাতন সংবাদমাধ্যম ‘কুমহুরিয়েত’ এর সম্পাদক মুরাত সাবুনচুসহ একই প্রতিষ্ঠানের নয়জনকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দেশটির বেশকিছু সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে কাজ করছিলেন।
‘কুমহুরিয়েত’ পত্রিকাটি দেশটির বিরোধী দল দ্বারা পরিচালিত হয়ে আসছিলো।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
আরএইচএস