ঢাকা: সেলফি নিয়ে মাতামাতি! ঘরে-বাইরে, অফিসে কিংবা শিক্ষা-প্রতিষ্ঠানে অথবা ভ্রমণে সব জায়গায় সেলফি না তুললে যেনো স্মার্টফোন হাতে রাখার অপূর্ণতা থেকে যায়। আর কোনো উৎসব কিংবা অনুষ্ঠান হলে তো কথাই নেই।
এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও আগাম ভোট (আর্লি ভোট) দিতে গিয়ে উৎসবে মেতেছেন মার্কিনিরা। কেউ কেউ প্রথমবারের মতো ভোট দিয়ে সেলফি তুলে বন্ধু-বান্ধব এমনকি শুভানুধ্যায়ীদের সঙ্গে শেয়ার করছেন।
কী তরুণ কী প্রবীণ- সবাই যেনো মেতেছেন সেলফিতে! অনেকে ভোট দিয়ে গ্রুপিং সেলফিও পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ইনস্টাগ্রামে।
তবে এ ‘ব্যালট সেলফি’ ঝড় আইনসিদ্ধ নয়, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এমন গুঞ্জনও শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের সেক্রেটারি জিম কনডস বলেন, তরুণ ভোটারদের কাছে ব্যালট সেলফি তোলার বিষয়টি ক্লিয়ার নয়। তবে এটা ঠিক যে ‘এটা পারফেক্টলি লিগ্যাল’।
কেউ কেউ এও বলছেন, নির্বাচনের ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট সেলফি তোলার কোনো আইনি বৈধতা নেই।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএ/এইচএ/