ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ডিক্সভিল নচে ট্রাম্পের দ্বিগুণ ব্যবধানে হিলারির জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ডিক্সভিল নচে ট্রাম্পের দ্বিগুণ ব্যবধানে হিলারির জয় ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেডিসেন্ট নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের থেকে দ্বিগুণ ব্যবধানে জয়লাভ করেছেন...

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেডিসেন্ট নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের থেকে দ্বিগুণ ব্যবধানে জয়লাভ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম নির্বাচনের ভোটগ্রহণ এই অংশে আগেভাগেই শুরু হয়, যা ছিল মিড নাইট ভোট।

যার ফলও চলে এলো তাৎক্ষণিক। যাতে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন চার ভোট, রিপাবলিকান ট্রাম্পের ভোট তার অর্ধেক, অর্থাৎ দুই ভোট। এছাড়া লিবার্টারিয়ান প্রেসিডেন্ট প্রার্থী গ্যারি জনসন পেয়েছেন এক ভোট।

ডিক্সভিল নচ কানাডা সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম। ২০১২ সালের ভোটে সেখানে বারাক ওবামা ও মিট রমনি দুজনের পক্ষেই পাঁচটি করে ভোট পড়ে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।