ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভোট কেন্দ্রে নগ্ন হয়ে ট্রাম্পের বিরুদ্ধে ২ নারীর প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ভোট কেন্দ্রে নগ্ন হয়ে ট্রাম্পের বিরুদ্ধে ২ নারীর প্রতিবাদ ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রেসিডেন্ট পদে অংশ নিয়ে নারীদের নিয়ে বিভিন্ন সময় কু-মন্তব্য করে আলোচনায় মুখর ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ট্রাম্পকে আমেরিকান নারীদের গালমন্দও কম শুনতে হয়নি। 

ঢাকা: নির্বাচনে প্রেসিডেন্ট পদে অংশ নিয়ে নারীদের নিয়ে বিভিন্ন সময় কু-মন্তব্য করে আলোচনায় মুখর ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ট্রাম্পকে আমেরিকান নারীদের গালমন্দও কম শুনতে হয়নি।

 

শুধু নির্বাচনী প্রচারণার সময়ই তার বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনেছেন ১০জনের বেশি নারী।  

এবার নারীদের প্রতি ট্রাম্পের ‘কু-দৃষ্টি’র বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়লেন দুই নারী। নির্বাচনের দিন নগ্ন হয়ে ট্রাম্পের এ হীন আচরণের প্রতিবাদ জানালেন তারা।  

মঙ্গলবার (০৮ নভেম্বর) নির্বাচনের ভোটগ্রহণের দিন নিউইয়র্কের ম্যানহাটনের একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একটি বাস্কেটবল গ্রাউন্ডে নির্বাচন চলাকালে হঠাৎ দুই নারী নগ্ন হয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানান। যদিও বিষয়টি সেখানে দায়িত্বরত পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন তারা।

এদিকে ম্যানহাটনের ওই ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ট্রাম্প ও তার স্ত্রী  মেলানিয়া ট্রাম্প।

বাংলাদেশ সময়: ০০৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএইচএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।