ঢাকা: ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ছোট আকারের সুনামি আঘাত হেনেছে। ভূমিকম্পস্থল ফুকুশিমা থেকে ৭০ কিলোমিটার উত্তরে সেন্দাই এলাকায় ১.৪ মিটারের একটি সুনামি আঘাতের কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
এছাড়া উপকূলীয় বিভিন্ন এলাকা থেকেও ছোট আকারের সুনামির খবর জানিয়েছে সংবাদমাধ্যম। তবে ভূমিকম্প বা সুনামিতে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আইওয়াকি শহরের এক বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেন, আমরা দূর থেকে বড় ঢেউ দেখেছি, তবে তীরের কাছে কোনো অঘটন ঘটেনি।
যদিও ভূমিকম্পের পর ফুকুশিমাসহ পূর্ব উপকূলে ৩ মিটার পর্যন্ত সুনামির আশঙ্কা করা হয়। এদিকে প্রাথমিক আশঙ্কা কেটে যাওয়ায় সুনামি সর্তকতা নামিয়ে দিয়েছে ভূমধ্যসাগরীয় সুনামি সর্তকতা কেন্দ্র।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) ভোর ৬টায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা প্রাথমিক ৭.৩ জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। পরে তা কমিয়ে ৬.৯ বলা হয়।
**জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬/আপডেট: ০৯৩৫ ঘণ্টা
জেডএস