ঢাকা: এক দিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের ফুকুশিমা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোরে আঘাত হেনেছে ফুকুশিমা প্রেফেকচারের (পৃথক প্রশাসনিক অঞ্চল) দক্ষিণাঞ্চলে।
একদিন আগেই মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে এই এলাকায় ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেদিন ভূমিকম্পের পর তৎক্ষণাৎ সুনামি সতর্কতা দেওয়া হলে বৃহস্পতিবার এমন কোনো বার্তা আসেনি।
জাপানের সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পটি রাজধানী টোকিওর ২২৫ কিলোমিটার অদূরে অনুভূত হয়েছে। এর ফলে সমুদ্রস্তরে খানিকটা পরিবর্তন দেখা যেতে পারে, অর্থাৎ উপকূলে পানি বেড়ে যেতে পারে, তবে সেটা সুনামির মতো হুমকি হবে না।
এই ভূমিকম্পের পর তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। মঙ্গলবারের ওই ভূমিকম্পেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬/আপডেট ০৫৩৮ ঘণ্টা
এইচএ/