ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডের আরও তিন প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০
থাইল্যান্ডের আরও তিন প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার

ব্যাংকক: থাইল্যান্ডের সরকার সোমবার আরও তিনটি প্রদেশ থেকে জরুরি অবস্থা তুলে নিয়েছে। তবে রাজধানী ব্যাংককে এখনও জরুরি অবস্থা বহাল আছে।

প্রায় তিন মাস পর এলাকাগুলো থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হলো।

সরকারের মুখপাত্র পানিথান ওয়াটানাওয়াগন জানান, প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চিয়াং মাই, চিয়াং রাই এবং উবন রাততিথানি থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

জরুরি অবস্থায় ৫জনের বেশি লোক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নিরাপত্তাবাহিনীকে সন্দেভাজনদের আটকের পর বিনা বিচারে ৩০ পর্যন্ত আটক রাখার ক্ষমতা দেওয়া হয়েছে।

গত ৭ এপ্রিল ব্যাংককে সরকার বিরোধী বিক্ষোভে ৯০ জন নিহত ও একহাজার ৯০০ লোক আহত হয়। পরে মে মাসে সেনা অভিযানে বিক্ষোভ শান্ত হয়। এরপর থেকে দেশজুড়ে জরুরি অবস্থা চলছে।

বাংলাদেশ সময় ১২৫৫, আগস্ট ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।