ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যানচেস্টারে হামলার ঘটনায় হিথ্রো থেকে ব্যক্তি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, জুন ৭, ২০১৭
ম্যানচেস্টারে হামলার ঘটনায় হিথ্রো থেকে ব্যক্তি আটক

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে জঙ্গি হামলার ঘটনায় হিথ্রো বিমানবন্দর থেকে আরো এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

ম্যানচেস্টার পুলিশের এক মুখপাত্র টুইটারে লেখেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এতে হিথ্রো বিমানবন্দরের জন্য হুমকির কিছু নেই।

তবে আটক ব্যক্তির নাম-পরিচয় কিছুই জানানো হয়নি। ইউরোপের ব্যস্ততম এয়ারপোর্ট থেকে কখন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে সে বিষয়েও পুলিশ কোনো তথ্য জানায়নি।  

এর আগে ম্যানচেস্টার হামলায় জড়িত সন্দেহে বিভিন্ন সময়ে ১৯ জনকে আটক করে পুলিশ। যদিও পরবর্তীতে কোনো ধরনের অভিযোগ গঠন ছাড়াই ১২ জনকে ছেড়ে দেওয়া হয়।

গত ২২ মে (সোমবার) ম্যানচেস্টারে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণে ২২ জন নিহত হন। আহত হন আরও অন্তত ৫৯ জন।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।