ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের পার্লামেন্ট ও খোমেনির মাজারে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, জুন ৭, ২০১৭
ইরানের পার্লামেন্ট ও খোমেনির মাজারে হামলা, নিহত ২ ইরানের পার্লামেন্ট ভবনে হামলায় হতাহতদের সরিয়ে নিচ্ছে অ্যাম্বুলেন্স

ঢাকা: ইরানের পার্লামেন্ট ভবন ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা হয়েছে। রাজধানী তেহরানে বুধবার ( ৭ জুন) সকালের এ হামলায় এক আত্মঘাতী হামলাকারীসহ কমপক্ষে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।

পার্লামেন্ট ভবনে হামলা চালায় কয়েকজন বন্দুকধারী। তাদের গুলিতে একজন নিরাপত্তা রক্ষী নিহত হওয়ার পাশাপাশি ৮ জন আহত হওয়ার খবর দিয়েছে ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি।

প্রায় একই সময়ে হামলা হয় তেহরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারেও আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলায় কমপক্ষে দুইজন বন্দুকধারী অংশ নেন বলে স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

হামলাকারীদের একজন আত্মঘাতী বোমায় নিজেকে উড়িয়ে দেয়। সেখানেও আহত হয়েছেন বেশ কয়েকজন।  এ ঘটনার পরপরই ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।