ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে হামলার দায় স্বীকার করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুন ৭, ২০১৭
ইরানে হামলার দায় স্বীকার করলো আইএস

ঢাকা: ইরানের পার্লামেন্ট ভবন এবং দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

জঙ্গি গ্রুপটির মুখপাত্র হিসেবে পরিচিত আমাক নিউজ এজেন্সির মাধ্যমে এ হামলার দায় স্বীকার করে তারা।  ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলার ঘটনায় পুরো দেশ স্তম্ভিত।

খোমেনির নেতৃত্বেই ১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাসক শাহকে উচ্ছেদ করে দেশটিতে ইসলামি প্রজাতন্ত্র কায়েম করা হয়।

এর আগে বুধবার ( ৭ জুন) সকালের দিকে প্রায় একই সময়ে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরানের পার্লামেন্ট ভবন ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালায় কমপক্ষে চারজন হামলাকারী।  

হামলায় এক আত্মঘাতী হামলাকারী ও নিরাপত্তারক্ষীসহ দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।