ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও বিপুল ভোটে জিতলেন টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, জুন ৯, ২০১৭
আবারও বিপুল ভোটে জিতলেন টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে সাড়ে ১৫ হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ জুন) দিনভর ভোটগ্রহণের পর রাত থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা হতে থাকে। বাংলাদেশ সময় শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে জানা যায়, হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ৩৪ হাজার ৪৬৪ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন লেবার পার্টির তরুণ রাজনীতিক টিউলিপ।

এ আসনে টিউলিপের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রধানমন্ত্রী টেরিজা মে’র কনজারভেটিভ পার্টির ক্লেয়ার-লুইজ লেল্যান্ড। তিনি পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট। এ হিসাবে টিউলিপ তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৫ ‍হাজার ৫৬০ ভোট বেশি পেয়েছেন।

গতবারের নির্বাচনেও টিউলিপ ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টির প্রার্থীকেই পরাজিত করে বিজয়ী হন।

ওই নির্বাচনের পর পার্লামেন্টে নানা সময়ে অধিকার সংক্রান্ত জ্বালাময়ী বক্তৃতা দিয়ে আলোচনায় থাকা টিউলিপ বিরোধী দল নেতা জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ লন্ডনের দক্ষিণ-পশ্চিমের মিচামে জেলায় জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।