ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিক গ্রেফতার

গৃহকর্মীর মজুরি না দেওয়ার অভিযোগে নিউইয়র্কের কুইন্স শহরে বাংলাদেশি এক কূটনীতিককে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ।

অভিযুক্ত কূটনীতিকের নাম মো. শাহিদুল ইসলাম (৪৫) ও পদবী ডেপুটি কানসাল জেনারেল উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।  

কুইন্স ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে, চার বছর ধরে (২০১২-২০১৬) ওই গৃহকর্মীকে জোর করে দিনে ১৮ ঘণ্টা করে কাজ করানো হতো।

কিন্তু তাকে কোনো ধরনের মজুরি দেওয়া হতো না। উল্টো তাকে বহুবার শারীরিক নির্যাতনও করা হয়েছে।

এসব ‍অভিযোগের ভিত্তিতে ওই কূটনীতিকের বিরুদ্ধে ‍অভিযোগ গঠন করেছেন আদালত, যা প্রমাণিত হলে শাহিদুল ইসলামের ১৫ বছরের জেল হতে পারে।

প্রাথমিক এ বিষয়ে নিউইর্য়কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২৮ জুন এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
জেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।