ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ মার্কিন নৌসেনাদের মরদেহের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
নিখোঁজ মার্কিন নৌসেনাদের মরদেহের সন্ধান ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ড

বাণিজ্যিক জাহাজের সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ডের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ ৭ মার্কিন নৌসেনার মরদেহের সন্ধান পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় যুদ্ধজাহাজের ক্ষতিগ্রস্ত অংশের ভেতরে তাদের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউএস৭ ফ্লিট এক বিবৃতিতে জানায়, ৭ নৌসেনা নিখোঁজের পর অনুসন্ধান চালানো হয়। এক পর্যায়ে জাহাজটির যেখানে পানি প্রবেশ করেছিলো সেখানে তাদের অস্তিত্ব সনাক্ত করে অনুসন্ধানকারী দল।

 

তবে সেখানে কতজনের মরদেহ রয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য ‍জানা যায়নি।

এর আগে নিখোঁজ নৌসেনাদের উদ্ধারে সমুদ্রে ও আকাশ থেকে যৌথভাবে অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও জাপানের সমন্বয়ে গঠিত দল।
 
শনিবার (১৭ জুন) স্থানীয় সময় রাত আড়াইটায় জাপানের ইউওকোসোকা এর ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। এতে ৭ জন মার্কিন নৌসেনা নিখোঁজ ছাড়াও জাহাজটির কমান্ডারসহ বেশ কয়েকজন নাবিক আহত হয়েছেন।

সংঘর্ষের কারণ জানা না গেলেও এ ঘটনায় ইউএসএস ফিটজেরাল্ড নামের অত্যাধুনিক যুদ্ধ জাহাজটির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।  

ফিলিপাইনের পতাকাবাহী যে জাহাজটির সঙ্গে ফিটজেরাল্ডের সংঘর্ষ হয়েছে তা যুদ্ধ জাহাজটির চারগুণ।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।