ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছয় মাসে লক্ষাধিক শরণার্থীর ভূমধ্যসাগর পাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
ছয় মাসে লক্ষাধিক শরণার্থীর ভূমধ্যসাগর পাড়ি শরণার্থী বোঝাই নৌকা- ছবি- সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে লক্ষাধিক অভিবাসী ও শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এ সময় দুই হাজার ২শ’ ৪৭ জনের সলিল সমাধি হয়েছে।

এ বিষয়ে প্রকাশিত জাতিসংঘের এক রিপোর্টের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গত ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দেওয়া এসব অভিবাসী ও শরণার্থীর মধ্যে অন্তত ৮৫ হাজার ইতালিতে নোঙর ফেলেছেন। এছাড়া প্রায় ৯ হাজার ৩শ’ জন গ্রিসে, সাড়ে ছয় হাজার স্পেন ও ২শ’ ৭০ জন সাইপ্রাসে পাড়ি জমিয়েছেন।

তবে চলতি বছরের এ হার গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও কম। যা গত বছর ছিলো দুই লাখ ৩১ ‍হাজার ৫শ’ ৩ জন। ওই বছরের ফেব্রুয়ারিতেই তা লাখ ছাড়িয়ে যায়।

২০১৬ সালে এসব শরণার্থীদের অধিকাংশ তুরস্ক থেকে গ্রিসে প্রবেশ করেন। শরণার্থী বিষয়ে গত বছরের মার্চে ইউরোপীয় ইউনিয়ন ও আঙ্কারার মধ্যে চুক্তি এবছর অভিবাসী ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা সর্তক করে জানিয়েছে, এতো সংখ্যক শরণার্থীর ‘বোঝা’ ইতালির একার পক্ষে টানা সম্ভব নয়। অন্যদের যথাযথ পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।