ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে এবার মার্কেটে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
লন্ডনে এবার মার্কেটে ভয়াবহ আগুন লন্ডনে ক্যামডেন মার্কেটে আগুন- সংগৃহীত

বহুতল আবাসিক ভবন গ্রেনফেল টাওয়ারের দুঃসহ আগুনের স্মৃতি না মুছতেই লন্ডনে এবার একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় ক্যামডেন মার্কেটটিতে দশ বছরের মধ্যে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা।

লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, সোমবার রাতের প্রথম প্রহরে মার্কেটে অগ্নিকাণ্ডের ফোন কল আসে। দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

মার্কেটের প্রথম তিনতলায় লাগা আগুন নেভাতে কাজ করছেন ৭০ জন ফায়ার কর্মী।

প্রাথমিক কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।  জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণও। সম্প্রতি সময়ে লন্ডনে এটি দ্বিতীয় বড় অগ্নিকাণ্ডের ঘটনা।  

লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যামডেন মার্কেটটিতে এক হাজারের বেশি দোকান রয়েছে। ১৯৪৭ সালে একটি মাত্র স্টলের মাধ্যমে যাত্রা শুরু করা মাকের্টটিতে বর্তমানে এক হাজারের বেশি দোকান রয়েছে।  প্রতি বছর দুই কোটি ৮০ লাখ মানুষ এ মার্কেটে শপিংয়ে যান।

এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতেও ক্যামডেন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।