ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যামেরুনে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
ক্যামেরুনে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৫

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে আন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ১২ বছর বয়সী একটি নারী শিশু সান্দা-ওয়াদজিরি মসজিদে প্রবেশ করে আত্মঘাতী হামলা চালায়। মসজিদটি নাইজেরিয়ার সীমান্তের খুব কাছে।

হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার না করলেও আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম এ ধরনের হামলার পেছনে জড়িত থাকার তথ্য রয়েছে। সংগঠনটি নাইজেরিয়া, চাঁদ, নাইজার, ক্যামেরুনসহ আশপাশের অঞ্চলগুলোতে নিয়মিত আত্মঘাতী হামলা চালায়।

আর এসব হামলায় সন্ত্রাসী সংগঠনটি নারী, শিশুদের নিয়মিত ব্যবহার করছে বলে মানবাধিকার সংগঠনগুলোর কাছে তথ্য রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।