ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে স্থূলকায় নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
বিশ্বের সবচেয়ে স্থূলকায় নারীর মৃত্যু ইমান আব্দুল আত্তি

ঢাকা: বিশ্বের সবচেয়ে স্থূলকায় নারী ইমান আব্দুল আত্তি আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় ৩৬ বছর বয়সী এ নারীর মৃত্যু ঘটেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

মিশরের নাগরিক ইমান আব্দুল আত্তিকে বলা হয় বিশ্বের সবচেয়ে স্থূলকায় নারী। থাইরয়েডের এক বিরল কন্ডিশনের কারণে ছোট থাকতে আত্তির শরীরের ওজন হয়ে দাঁড়ায় প্রায় ৫শ কেজি।

এই ওজনের ফলে স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা দেখা দেয় তার। ভারতে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করতে হয় আত্তিকে।

গত মে মাসে আত্তিকে ভারত থেকে দুবাইয়ের বুরজিল হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ প্রচেষ্টায় ৩শ কেজি পর্যন্ত ওজন কমাতে সক্ষম হয়েছিলেন চিকিৎসকরা। সেখানে ২০ জন চিকিৎসকের একটি দল আত্তির শারীরিক কন্ডিশন নিয়ে কাজ করে যাচ্ছিলেন।

বুরজিল হাসপাতালের চিকিৎসকরা স্থানীয় সময় ভোর ৪টা ৩৫মিনিটে আত্তির মৃত্যু নিশ্চিত করেন। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা, হৃদরোগ ও কিডনিজনিত ত্রুটির কারণে মৃত্যু ঘটেছে বলে জানান চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।