ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান জাকারবার্গের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান জাকারবার্গের ডোনাল্ড ট্রাম্প ও মার্ক জাকারবার্গ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাম্প এক টুইট বার্তায় অভিযোগ আনেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ট্রাম্প বলেন, ফেসবুক সবসময় আমার বিপক্ষে।

তাদের কর্মকাণ্ডও এন্টি-ট্রাম্প।  

একই টুইটে তিনি সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনেন।

ট্রাম্পের টুইটের কয়েক ঘণ্টা পর জাকারবার্গ তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, সব ধারণার সমন্বয় ঘটানো যায় এমন একটি মঞ্চ বানানোর চেষ্টা করেছি। ফেসবুক তেমনই একটি মাধ্যম।

কিছু ‘সমস্যাযুক্ত বিজ্ঞাপন’ বাদ দিলে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকের অবদান কম নয় বলেও মত দেন তিনি।

মার্ক জাকারবার্গ ট্রাম্পকে যে জবাব দিলেন তা ক্রমেই হাজার হাজার লাইক পড়তে থাকে। অসংখ্য কমেন্ট ও শেয়ারে ভরে যায়।

ট্রাম্পের এই অভিযোগের মূল কারণ হিসেবে বলা হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ অনুসন্ধানে কংগ্রেসের তদন্তকারী দলকে তিন হাজার রাজনৈতিক বিজ্ঞাপন হস্তান্তর করতে যাচ্ছে ফেসবুক। ফেসবুক মনে করছে নির্বাচনের আগে বা পরে রাশিয়ান সংস্থা সেগুলো কেনে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।