ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে নির্বাচন স্থগিত না করতে সরকারকে সতর্কতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
নেপালে নির্বাচন স্থগিত না করতে সরকারকে সতর্কতা

ঢাকা: নেপালের আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত না করার আহবান জানিয়ে ক্ষমতাসীন কংগ্রেসকে সতর্ক করেছে প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল-‌ইউনাইটেড মার্কসিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল)।

আগামী ২৬ নভেম্বর ও ৭ ডিসেম্বর দু’দফায় হিমালয়ের এই দেশটিতে প্রাদেশিক ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

কিন্তু সরকারের শরিক মাওবাদী কেন্দ্র সম্প্রতি ইউএমএল এর সঙ্গে মিলে ৩৩ দলীয় বামজোট গড়ায় ক্ষমতাসীনরা এখন বেশ বেকায়দায়।

তাই নির্বাচনী এই জোটকে মোকাবেলায় নির্বাচন পিছিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কক্ষমতায় থাকা কংগ্রেস।

ইউএমএল বুধবার (১১ অক্টোবর) সিংহ দরবারে নিজেদের সংসদীয় কার্যালয়ে স্ট্যান্ডি কমিটির বৈঠক ডেকে সরকারকে এই সতর্ক বার্তা দিয়েছে।  

একই সঙ্গে নির্বাচনের আগে মন্ত্রিসভা পুনর্গঠন না করারও আহবান জানিয়েছে প্রধান বিরোধী দল।

মিটিং শেষে ইউএমএল এর ভাইস-চেয়ারম্যান ভিম রাওয়াল বলেছেন, নির্বাচন স্থগিত বা পিছিয়ে দিলে দেশের গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধ বিপন্ন হয়ে পড়বে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সরকার এখন মন্ত্রিসভা আর নির্বাচন কমিশনও পুনর্গঠন করতে পারবে না।

ঘোষিত তারিখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহবান জানিয়েছে ইউএমএল।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।